সারদা মামলায় এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে দুর্নীতি নিয়ে কথা বলা সুকান্তর মানায় না বলেই কটাক্ষ কুণাল ঘোষের। এরই পাশাপাশি, রবিবার প্রচারে বেরিয়ে ফের বিরোধী দলনেতাকে তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র। ‘কেন দল বদলাল শুভেন্দু?’, নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে আক্রমণে কুণাল ঘোষ।
এমনকি, ওন্দায় মালগাড়ির দুর্ঘটনার নেপথ্যে তৃণমূল জড়িত থাকতে পারে বলে বিজেপির এই হাস্যকর দাবিকে আমলই দিল না তৃণমূল। পরপর দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত বলেই মনে করছেন শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

দু্র্ঘটনার কারণ নিয়ে কিছুটা সন্দেহপ্রকাশ করেছেন শুভেন্দু। তাঁর দাবি, “রেল কর্তৃপক্ষ নিশ্চয়ই দেখবে ভারতের কোথাও হচ্ছে না, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে।শুভেন্দুর দাবিকে পাত্তা দিতেই নারাজ তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বাহানাগার রেল দুর্ঘটনায় নিজেদের গলদ না থাকলে কেন বদলি করা হল। তারপরেও একের পর এক দুর্ঘটনা ঘটছে। রেল দফতর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ। আমরা কোন পাড়ায় গণ্ডগোল হল সেদিকে নজর দিই। এদিকে দিই না।”
তৃণমূলের উন্নয়নে মানুষ পাশে আছে। নন্দীগ্রামে তৃণমূলের জয় নিয়ে নিশ্চিত তিনি।








































































































































