বিজয়গড়ে খু.নের ঘটনার কিনারা পুলিশের!

0
4

শুক্রবার সকালে কলকাতা পুরসভার ৯৫ নং ওয়ার্ডে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। মাথার পিছনে গভীর ক্ষত লক্ষ্য দেখে খুনের (Bijaygarh Murder Case) আশঙ্কা করে গল্ফগ্রিন থানার পুলিশ (GolfGreen Police Station)। এরপর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। হোমিসাইড শাখার আধিকারিকরাও ঘটনাস্থল খতিয়ে দেখেন। নির্মীয়মাণ ফ্ল্যাটের কয়েকজন মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদও করা হয়। অবশেষে জানা যায় মৃত ব্যক্তির নাম চিরঞ্জিৎ দত্ত (Chiranjit Dutta), তিনি গল্ফগ্রিনের রিজেন্ট কলোনির বাসিন্দা। পরিবারের তরফ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে একজনকে গ্রেফতার করেছে পুলিশ (GolfGreen Police)।

পুলিশ সূত্রে খবর বিজয়গড়ে (Bijaygarh) যে নির্মীয়মাণ ফ্ল্যাটের পাশে ফাঁকা জায়গায় চিরঞ্জিৎ দত্তের দেহ উদ্ধার হয় সেই বহুতলের নির্মাণ শ্রমিক ধৃত। তিনি মৃতের পূর্ব পরিচিত বলে জানা যাচ্ছে।