অ্যাম্বুল্যান্সে (Ambulance) রাখা অক্সিজেন সিলিন্ডারে (Oxygen Cylinder) বিস্ফোরণের জের। ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী বাংলাদেশ (Bangladesh)। পুলিশ সূত্রে খবর, এদিন অ্যাম্বুল্যান্সটি ঢাকা ফেরার সময় মাঝপথেই শেষ হয়ে যায় সবকিছু। বিস্ফোরণের জেরে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। শনিবার ফরিদপুর জেলায় পদ্মা সেতুর দক্ষিণ-পশ্চিম পাড়ে দুর্ঘটনার মুখে পড়ে অ্যাম্বুল্যান্সটি। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় গাড়িটিতে। অ্যাম্বুল্যান্সের ভিতরে বেশ কয়েকজন ছিলেন। আর সেই আগুনে পুড়েই মৃত্যু হয় কমপক্ষে সাতজনের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ১১টা নাগাদ পদ্মা সেতুর দক্ষিণ-পশ্চিম পাড়ে এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটে। অ্যাম্বুল্যান্সটি দ্রুতগতিতে গিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মারে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অ্যাম্বুল্যান্সে রাখা অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণের কারণেই বিধ্বংসী আগুন লেগে যায়। আগুনে পুড়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। মৃতদের একই পরিবারের সদস্য বলে মনে করা হচ্ছে।















































































































































