মুর্শিদাবাদে তৃণমূল ব্লক সভাপতিকে লক্ষ্য করে গু*লি, অভিযোগের তির বাম-কংগ্রেসের দিকে

0
2

পঞ্চায়েত ভোটের আগে ফের আক্রান্ত তৃণমূল। এবার মুর্শিদাবাদে তৃণমূলের ব্লক সভাপতিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল, মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের ইসলামপুরের পাহারপুর এলাকায় রানিনগর-১ নং ব্লকের তৃণমূলের সভাপতি নেতাজুল ইসলামকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাইকে। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচেন ওই তৃণমূল নেতা।

এই ঘটনায় বাম-কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রানিনগরের বিধায়ক সৌমিক হোসেন। নেতাজুলের দাবি, তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।