CBI জেরা এড়াতে পরিবারসহ উধাও করমন্ডল এক্সপ্রেসের সিগন্যাল ইঞ্জিনিয়ার

0
2

করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনার ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। জেলা করা হচ্ছে একের পর এক আধিকারিককে। প্রথম দফায় জিজ্ঞাসাবাদ এর পরই এবার পরিবারসহ বেপাত্তা হয়ে গেলেন স্থানীয় সিগন্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার(junior engineer)। সোমবার সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়ি পৌঁছে দেখেন সেখানে তিনি নেই। পরে জানা যায় পরিবারসহ উধাও হয়ে গেছেন তিনি। রেল সূত্রে খবর যাবতীয় দায়িত্ব ওই জুনিয়র ইঞ্জিনিয়ার এর উপরেই ন্যস্ত ছিল।

তদন্তকারী সূত্রের খবর, রেলের ওই জুনিয়র ইঞ্জিনিয়ার এর নাম আমির খান(Amir Khan)। যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই বাহানাগা স্টেশনটি সোরো সেকশনের অধীন। সেখানেই সিগন্যালের দায়িত্বে ছিলেন আমির। সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সোমবার জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে যায় কেন্দ্রীয় সংস্থা। কিন্তু সিবিআই আসার আগেই সপরিবারে বাড়ি থেকে পালান আমির। আপাতত তার বাড়ির সিল করে তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। হুগলি ও পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় আজ আমিরের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই।

নিয়ম অনুযায়ী, রেল সুরক্ষার ক্ষেত্রে বিশাল দায়িত্ব থাকে এই আধিকারিকদের। সিগন্যালিং ব্যবস্থার যত্ন নেওয়া, যথাযথ মেরামত করা- সমস্ত দায়িত্বই জুনিয়র ইঞ্জিনিয়ারের। প্রসঙ্গত, সিগন্যালিং ত্রুটির কারণেই লুপ লাইনে ঢুকে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। ফলে আমিরের ভূমিকা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে।