সকাল থেকেই বজ্র-বিদ্যুৎ-সহ তুমুল বৃষ্টি শহরে। তাতেই অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহরবাসী। হঠাৎই বাজ পড়ে আগুন লেগে যায় শহরের একটি এটিএম-এ। ছুটে আসেন দমকল বাহিনী। দু-দুটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রিত হয় আগুন।
কীভাবে লাগল এই আগুন ? প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উল্টোডাঙা মেন রোডে বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ হঠাৎই বজ্রপাতের ফলে আগুন লেগে যায়। সেই সময় বৃষ্টি পড়ছিল।
আচমকা এই অগ্নিকাণ্ডে গোটা এলাকায় চাঞ্চ্যল্য ছড়িয়ে পড়ে।একদিকে ছিল আকাশ কালো করে আসা অঝোরে বৃষ্টি অন্যদিকে বজ্রপাত। সেই সময় আচমকাই ঘটে যায় অগ্নিকাণ্ড। যদিও দমকলবাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
কাকতালীয়ভাবে যখন এই ঘটনা ঘটে তখন এটিএমে কোনও গ্রাহক ছিলেন না। ফলে বড়সড়ো দুর্ঘটনা এড়ানো গিয়েছে।








































































































































