বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে হামলার ঘটনা নতুন নয়। একাধিক রাজ্যে উদ্বোধনের পরই বিভিন্ন ধরণের হামলার ছবি উঠে এসেছে। তবে এবার মোদির স্বপ্নের বন্দে ভারতের ওপর আক্রমণ চালানো হল বিজেপি শাসিত যোগীরাজ্যে।ছোঁড়া হল পাথর।

আরও পড়ুন:ফের আক্রান্ত বন্দে ভারত! ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর


রবিবার দিল্লি দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের জানলায় পাথর ছোড়া হয় উত্তরপ্রদেশের মুজফফরনগর স্টেশনে। এই ঘটনায় কারও আঘাত লাগেনি বলেই জানা গেছে। তবে, ট্রেনের একটি কোচের জানলার কাঁচ ভেঙেছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
প্রসঙ্গত, এর আগে বাংলাতেও পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছিল।ধনিয়াখালি হল্টের কাছাকাছি একটি চাষের জমি থেকে ঢিল ছোড়া হয় বন্দে ভারত এক্সপ্রেসে।সেই ঘটনা নিয়ে সরব হয়ে উঠেছিল বিজেপি। কিন্তু সেই একই ঘটনাক পুনরাবৃত্তি ঘটল বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশেও।















































































































































