স্বস্তি নেই, আরও এক সপ্তাহ তাপপ্রবাহের ইঙ্গিত!

0
2

দেশের পশ্চিম প্রান্তে যতই বিপর্যয় আছড়ে পড়ুক, পূর্বপ্রান্তে এখনই স্বস্তির পরশ মিলবে না। স্পষ্ট করে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়ে দিল যে আপাতত এক সপ্তাহ গরমের দাবদাহের মধ্যেই কাটাতে হবে বঙ্গবাসীকে। ১৮ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কয়েকটি জেলায় তাপপ্রবাহের (Heat Wave) পরিস্থিতি বজায় থাকবে।

কেরালায় বর্ষা প্রবেশ করেছে, উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হয়েছে কিন্তু দক্ষিণবঙ্গ রোদে পুড়ছে। শুধু তাই নয় দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই যেন গরমের তীব্রতা আরও বাড়ছে । বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ দুপুর বারোটা সাড়ে বারোটার মতো তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে স্থানীয়ভাবে প্রথম কোথাও কোথাও মেঘ জমে হালকা ঝড় বৃষ্টি হলেও তাতে গরম বিন্দুমাত্র কমবে না। আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। আর ঠিক এর বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গে।

হাওয়া অফিস বলছে আজ রাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু’এক জায়গায়। ১৯ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে। আগামী সোম মঙ্গলের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে বলে আশা করা হচ্ছে। তার আগে পর্যন্ত ভ্যাপসা গরম সহ্য করা ছাড়া অন্য কোনও উপায় নেই দক্ষিণবঙ্গবাসীর।