কলকাতা শিলিগুড়িতে বাজি হাব, ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত রাজ্যের

0
3

এগরা এবং ইংরেজবাজারে ভয়াবহ বিস্ফোরণের পর সর্তক প্রশাসন। এবার কলকাতা ও শিলিগুড়িতে দুটি বাজি হাব তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পাশাপাশি প্রতিটি জেলায় ১৫ জন ব্যবসায়ীকে নিয়ে তৈরি হবে বাজি ক্লাস্টার। তার জন্য ৬ কাঠা জমির ব্যবস্থা করবে সরকার। জমির দাম হবে ১কোটি ২০ লক্ষ টাকা। ১০ শতাংশ অর্থ দিতে হবে মালিককে। বাকি টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে। রাজ্যের ৭০ জন বাজি ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করার পর এমনই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

আরও পড়ুন:পরিবারতন্ত্র থেকে আর্থিক কে.লেঙ্কারি- টুইটে মোদিকে ধুয়ে দিলেন অভিষেক

এর আগেও ক্লাস্টার তৈরির কথা জানিয়েছিল রাজ্য সরকার। এগরায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি জানান, বেআইনি বাজি কারখানা রুখতে ক্লাস্টার তৈরি করা হবে। জনবসতি থেকে দূরে তৈরি হবে গ্রিন ক্র্যাকার ক্লাস্টার।

মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন গ্রিন ক্র্যাকার, যা মানুষের কাজে লাগে, অথচ জীবনে ক্ষতিকারক নয়, সেই রকম ধরনের ক্লাস্টার, যেখানে যেখানে বাজি কারখানা আছে, সেখান থেকে জনগণ সম্বলিত এলাকা, তার থেকে একটু দূরে করে দেওয়া হবে। সেইমত বাজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব এবং সংশ্লিষ্ট আধিকারিকরা।