বিনোদনের (Entertainment) অজুহাতে দেবতাকে অপমান? এবার ক্ষোভের মুখে একতা কাপুর (Ekta Kapoor)। ফের পোস্টার বিতর্কে বিটাউন। একতা কাপুরের ডিজিটাল প্ল্যাটফর্ম অল্ট বালাজি-তে(Alt Balaji) মুক্তি পাওয়া ‘গন্দি বাত ৬’-এর পোস্টার রীতিমতো ভাইরাল। এমনিতেই ‘গন্দি বাত’ সিরিজ মানেই অশ্লীলতার ছবিকে একটু বিনোদনমূলক ঘরানায় ফেলে দর্শক টানার চেষ্টা। কিন্তু কমেডি মোড়কে যৌন সুড়সুড়ি দিতে গিয়ে এবার যেন বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বলেই মনে করছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

প্রকাশ্যে এসেছে অল্ট বালাজি প্ল্যাটফর্মের অত্যন্ত জনপ্রিয় সিরিজ ‘গন্দি বাত’ এর ষষ্ঠ সংস্করণের পোস্টার। অ্যাডাল্ট কমেডি (Adult Comedy)এই সিরিজের ষষ্ঠ মরশুম কিন্তু অনেক আগেই মুক্তি পেয়ে গেছে। তবে আচমকা পোস্টার ঘিরে হইচই শুরু। সেখানে দেখা যাচ্ছে, এক লাস্যময়ী নারী পদ্মাসনে বসে আছেন। ব্লাউজ থেকে উঁকি দিচ্ছে ক্লিভেজ, পরনের শাড়ির ফাঁকে স্পষ্ট পেট ও নাভী দেখা যাচ্ছে। যদিও ঘোমটা দিয়ে মুখ ঢাকা থাকায় কিছুটা হাতছানি তৈরি হয়েছে বটে। এরপরই বিতর্ক শুরু। হিন্দু ধর্মের দেবী লক্ষ্মী যেভাবে পদ্মাসনে বসে থাকেন অনেকটা সেরকমই মনে হচ্ছে এই পোস্টারে থাকা নারীর বসার ধরনকে। গোটা বিষয়টি প্রত্যক্ষ করে প্রতিবাদে সরব নেটিজেনদের একাংশ। ‘সফট পর্নে’র সিরিজের পোস্টারে দেবী লক্ষ্মীকে টার্গেট করেছে একতা কাপুরের প্রযোজনা সংস্থা, এমনই অভিযোগ উঠছে।

এর আগে কালী ছবির পোস্টার নিয়ে উত্তাল হয়েছিল গোটা দেশ। এবার মা লক্ষ্মীর নাম অ্যাডাল্ট কন্টেন্টের সঙ্গে জুড়ে যাওয়ায় যথেষ্ট ক্ষুব্ধ সোশ্যাল মিডিয়া। অনেকে জিতেন্দ্র কন্যা একতা কাপুরকে বয়কটের ডাকও দিয়েছেন।
আরও পড়ুন- কৃষক আন্দোলনের সময় টুইটার বন্ধের হু.মকি দেয় মোদি সরকার, বি.স্ফোরক প্রাক্তন কর্তা






































































































































