ফ্যাশন শো চলাকালীন মঞ্চেই আলোর কাঠামো ভেঙে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হল মডেলের। আহত এক জন। রবিবার ঘটনাটি ঘটেছে নয়ডার ফিল্ম স্টুডিয়োতে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকো.ন্দল! দলের কর্মীদের হাতেই মা.র খেলেন বিধায়ক
পুলিশ সূত্রে খবর, মৃত মডেলের নাম বংশিকা চোপড়া। বয়স ২৪ বছর। রবিবার নয়ডা ফিল্ম সিটিতেই একটি সংস্থার তরফে ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠান চলাকালীন বংশিকার মাথার উপর ভেঙে পড়ে মঞ্চে লাগানো আলোর কাঠামো। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ববি রাজ নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে নয়ডা সেক্টর ২৭-এর কৈলাস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে তাঁর চিকিৎসা চলছে। বংশিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এরইমধ্যে একটি চাঞ্চল্যকর দাবি করে পুলিশ। অনুষ্ঠানটির আয়োজকদের তরফে কোনও পুলিশি অনুমতি নেওয়া হয়নি বলে দাবি পুলিশের। যদিও এখনও পর্যন্ত মৃত মডেলের বা আহতের পরিবারের কেউ কোনও অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের করা হলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।








































































































































