২০২৩ সালেসাদাকালো ফ্রেমবন্দি নায়িকাকে দেখলে একটু আগ্রহ হয় বটে। তারপর আবার নাকে নথ, বাঁধা বিনুনি, সনাতনী সাজ আর হাতে দূরবীন নিয়ে আইকনিক পোজ। চেনা চেনা লাগছে? সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অবশ্য সেটাই মনে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রথমবার রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) প্রকাশ করলেন সত্যবতীর (Satyabati) লুকে তাঁর ছবি।আর সেখানেই যেন ধরা দিলেন বাঙালির চিরন্তন ‘চারুলতা’।


শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘দুর্গরহস্য’ গল্প অনুয়াযী । ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’ সিনেমার শুটিং চলছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণীর ছবি শেয়ার করেছিলেন অভিনেতা প্রযোজক দেব (Dev), তবে সেখানে রুক্মিণীর মুখ খুব একটা পরিষ্কারভাবে বোঝা যায়। হয়তো বা ইচ্ছে করেই ধোঁয়াশা তৈরির চেষ্টা হয়েছিল।

আজ প্রকাশ্যে নায়িকার সাজ। আর তাতেই নস্টালজিয়া ফিরে এল। ছবিতে সত্যবতীর শ্যুটিংয়ের অংশ শেষ হল আজ। সাদা কালো ছবিতে রুক্মিণীর ক্যাপশন, “খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সত্যবতীর সঙ্গে। ‘ব্যোমকেশ ও দূর্গরহস্য’-তে”। এর আগে সূর্যের সামনে দাঁড়িয়ে রুক্মিণী আর দেবের সত্যবতী আর ব্যোমকেশ লুকের আলো আঁধারিতে একটি ছবি ভাইরাল হয়। তখনই শাঁখা-পলা, লম্বা বিনুনিতে ঘরোয়া সত্যবতীর ঝলক মিলেছিল। আজ সত্যি চারুলতা লুকে ধরা দিলেন তিনি।











































































































































