১) জয় দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩ এর অভিযান শুরু করল ভারত। প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ২-০ গোলে হারাল সুনীল ছেত্রীর দল। টিম ইন্ডিয়ার হয়ে দুই গোল সাহাল আব্দুল সামাদ এবং ছাংতের।

২) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১২৩ রান। ২৯৬ রানে এগিয়ে প্যাট কামিন্সের দল। অপর দিকে প্রথম ইনিংসে ভারত করল ২৯৬ রান।
৩) ফের একবার কুস্তিকর্তা ব্রিজভূষণ সিং-এর বাড়ি গেল দিল্লি পুলিশ। সূত্রের খবর, ব্রিজভূষণের বাড়ি অভিযোগকারী কুস্তিগির সঙ্গীতা ফোগাটকে নিয়ে যায় দিল্লি পুলিশ। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই জানাল এক সূত্র।

৪) ৫১২ দিন পর প্রত্যাবর্তন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মঞ্চ স্মরণীয় করে রাখলেন অজিঙ্কে রাহানে। ১২৯ বলে করলেন ৮৯ রান। ইনিংস সাজালেন ১১ টি চার এবং ১ টি ছয় দিয়ে। টেস্ট ক্রিকেটে ৫০০০ রান করলেন তিনি।
৫) ওনলাইন অ্যাপ ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ। এমনটাই জানিয়ে দেয় হটস্টার কর্তৃপক্ষ।
আরও পড়ুন:জয় দিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের অভিযান শুরু ভারতের















































































































































