ম্যান সিটির মুকুটে নয়া পালক, বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের স্বীকৃতি!

0
2

চলতি মরশুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগ জেতার হাতছানি ব্রিটিশ ক্লাব ম্যান সিটির সামনে। জয় পেলে এই খেতাব প্রথম ঘরে তুলতে পারবে ম্যান সিটি। আর এই লড়াই জেতার আগেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের তালিকায় শীর্ষে পেপ গুর্দিওয়ালার দল। ব্র্যান্ডমূল্য যাচাইয়ের গবেষণা ও কনসালটেন্সি প্রতিষ্ঠান ব্র্যান্ড ফিনান্স ফুটবল ৫০ এই ঘোষণা করেছে। বর্তমানে ম্যান সিটির বাজার মূল্য ১৩০ কোটি পাউন্ড।

উল্লেখ্য, করোনা মহামারির পর ৩৪ শতাংশ বাজার মূল্য বেড়েছে এই ব্রিটিশ ক্লাবটির। আর এই বৃদ্ধির কারণেই মাদ্রিদের ক্লাবটিকে সরিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছে টেমসের পাড়ের ক্লাবটি।  ম্যান সিটির আগে আর কোনও ব্রিটিশ ফুটবল ক্লাব এই খেতাব অর্জন করতে পারেনি।চলতি মরশুমে দূরন্ত ছন্দে রয়েছে পেপ গুর্দিওয়ালার দল। চ্যাম্পিয়ন লিগের খেতাব জয় করার আগেই ম্যান সিটি দখল করেছে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারলেই ত্রিমুকুট দখল করবে তারা। ওই সংস্থার হিসেব অনুয়ায়ী এরফলে ১৫ শতাংশ বাজারদর বৃদ্ধি পেয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। এর আগে ত্রিমুকুট জয়ের এই রেকর্ড গড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

ব্রিটিশ ক্লাবটির কাছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পরাজয়ের সঙ্গে সঙ্গে মাদ্রিদের ক্লাবটির বাজারদরে প্রথম স্থান থেকে নেমে আসে দ্বিতীয় স্থানে। রিয়ালের বাজার মূল্য এখন ১২৬ কোটি।

এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ব্র্যান্ড ফিনান্স বিভাগের প্রধান হুগো হেনসলি বলেন, ম্যাঞ্চেস্টার সিটির উত্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দীর্ঘ বছর ধরে ব্রিটিশ ফুটবলে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ম্যান সিটি। চারবার প্রিমিয়ার লিগ জেতার রেকর্ডও রয়েছে তাদের ঝুলিতে। এর ফলেই তাদের বাজরমূল্য বৃদ্ধি পেয়েছে। শুধু ম্যাঞ্চেস্টার সিটিই নয়, তালিকার প্রথম দশে জায়গা করে নিয়েছে আরও পাঁচটি ক্লাব। এরা হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার এবং চেলসি।