টলি তারকা যশ দশগুপ্ত এবং সাংসদ অভিনেত্রী নুসরত জাহান (Yash Dasgupta & Nusrat Jahan)তাঁদের সন্তানকে হারালেন। রবিবার দুপুরে এই মর্মান্তিক খবর সোশ্যাল মিডিয়ায় (Social Media)শেয়ার করেছেন যুগলে। মুহূর্তের মধ্যে সেই ছবি আর খবর ভাইরাল। পরিবারের প্রিয়জনের বিয়োগে শোকে কাতর দুজনেই। যশ- নুসরত দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত মাঝে মাঝেই স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন। দিন দুই আগেও নুসরতের স্টোরিতে ‘মাই বেবিজ’ লিখে ছবি দিয়েছিলেন দুই পোষ্য সন্তান হ্যাপি এবং ব্রুয়াসের । চলে গেছে হ্যাপি। ভেঙে পড়েছেন তারকা জুটি।


আসলে যশের সঙ্গে আলাপের পর থেকেই ‘হ্যাপি’ অভিনেত্রীর বড্ড প্রিয় হয়ে উঠেছিল। নিজের ছেলে হিসেবেই দুজনে দেখতেন প্রিয় পোষ্যকে। গর্ভাবস্থাতেও হ্যাপির সঙ্গে একাধিক ছবি শেয়ার করতেন নুসরত।
সেই হ্যাপির মৃত্যুতে নুসরত লেখেন “স্নেহের পুত্র হ্যাপির স্মৃতিতে… আমাদের বাড়িতে কারও অনুপস্থিতি দিনরাত অনুভব করি। জানি সময়টা শক্ত, কাটিয়ে উঠতে অনেক শক্তি লাগবে। আমাদের একটা অংশ তোমার সঙ্গে চলে গিয়েছে। তুমি আমাদের জীবনকে পূর্ণ করে ছিলে, ভালবাসা এনে দিয়েছিলে। ভালবাসি, সবসময় মিস করি তোমাকে। তোমার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় থাকবে মা-বাবা।” এরপরেই অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন তাঁর ফ্যানেরা।











































































































































