দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরে কী বললেন রাহানে?

0
2

৭ জুন থেকে ওভালে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। আর এই ম‍্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর এই ম‍্যাচের ম‍্যাধমে দীর্ঘ প্রায় ১৮-১৯ মাস পর ভারতীয় দলে ফিরে আসছেন অজিঙ্কে রাহানে। আইপিএল-এ ভালো খেলার সুবাদে ভারতীয় দলে ক‍ামব‍্যাক হয় রাহানে। দীর্ঘদিন পর ভারতীয় দলের হয়ে নামতে চলেছেন। তবে এখন অতীতের কথা মনে করতে চাইছেন না রাহানে। বরং আগামীতেই ফোকাসড তিনি। এদিন এমনটাই জানালেন জিঙ্কস।

এই নিয়ে রাহানে বলেন,”আমি প্রায় ১৮-১৯ মাস পর ভারতীয় দলে ফিরে এসেছি। এখন ভালো বা খারাপ যাই হোক না কেন আমি পুরনো কোনও কথা মনে করতে চাই না। আমি এখন সবকিছুই নতুনভাবে শুরু করতে চাই। এছাড়া আমার যা যা করা দরকার আমি তাই করব। আমি আইপিএলে ব্যক্তিগতভাবে সিএসকের হয়ে খেলাটা উপভোগ করেছি। কারণ এর আগের মরশুমেও আইপিএলে ভালো ব্যাটিং করেছি। আমার ঘরোয়া মরশুম খুবই ভাল ছিল। নিজের সেরাটা দিয়ে গিয়েছি। তাই ভারতীয় দলে ফিরে আসা আমার কাছে একটা আবেগপূর্ণ বিষয়।”

এর পাশাপাশি রাহানে আরও বলেন,”আইপিএল এবং রঞ্জি ট্রফিতে যে মানসিকতা নিয়ে খেলেছি, সেই একই মানসিকতা নিয়ে ফাইনালেও ব্যাট করতে চাই। টি-২০ না টেস্ট খেলছি সেই ফর্ম‍্যাট নিয়ে ভাবতে চাই না। এখন যেভাবে ব্যাট করছি সেটাই ভাল। সব জটিল করে লাভ নেই। যত সহজ থাকবে তত ভাল।”

আরও পড়ুন:বাগানের বড় খবর, মোহনবাগান নিয়ে মুখ খুললেন অজি বিশ্বকাপার কামিন্স