কুস্তিগিরদের (Wrestlers) যৌন হেনস্থার প্রতিবাদে পরপর দুদিন মহানগরীর রাজপথে মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বাংলার বিখ্যাত, বর্ষীয়ান ক্রীড়াবিদ, কলকাতার ক্রীড়া সংগঠন-দল অংশ নিলেও আশ্চর্যজনক ভাবে ছিলেন না বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি। প্রশ্ন উঠছে, কেন এলো না, কীসের চাপে এলো না, কী কারণে এড়িয়ে গেল?

একটি মহলের খবর, মুখ্যমন্ত্রীর অফিস থেকে CAB -র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের কাছে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। আসছি, আসব করে, শেষ পর্যন্ত আর আসেননি তিনি বা তাঁর সংস্থার কোনও প্রতিনিধি। প্রশ্ন হল, কেন এলেন না? দুদিনের প্রতিবাদ মিছিলের একদিনও সিএবি-র কোনও প্রতিনিধি কেন থাকলেন না? জনান্তিকে খবর, অমিত শাহ-জয় শাহদের সন্তুষ্ট রাখতেই গাঙ্গুলি ব্রাদার্সের এই ‘অ্যাডজাস্টমেন্ট পলিসি’। সাপও মরলো, লাঠিও ভাঙল না- পলিসিতে ‘গদি বাঁচানোর’ খেলা খেলছেন গাঙ্গুলি ব্রাদার্স। সব অসময়ে পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। কিন্তু সেই সাহায্য মনে রাখেনি গাঙ্গুলিদের সিএবি। ক্রীড়া মহলের প্রশ্ন, খারাপ সময়ে বারবার সৌরভের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী, এই কি তার প্রতিদান!
আরও পড়ুন- ভাগ হবে না মণিপুর: জ.ঙ্গিদের কড়া হুঁশিয়ারি শাহের, সরানো হলো ডিজিকে






































































































































