তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে রাজ্যের উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার তিনি রয়েছেন নন্দীগ্রামে। স্বাভাবিকভাবেই নন্দীগ্রামে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জনসংযোগ যাত্রা নিয়ে কৌতুহলী সবাই। আর তার প্রভাব পড়েছে টুইটার চার্চে। সেখানে ট্রেন্ডিং-এ শীর্ষে রয়েছে অভিষেকের নন্দীগ্রাম জনজোয়ার #NandigrameJonoJowar।

উল্লেখযোগ্য ভাবে সেই তালিকায় এই জনজোয়ার ছাপিয়ে গিয়েছে মোদি সরকারের ৯ বছর পূর্তির ঢক্কা নিনাদকেও। ৯বছরগরীবকল্যাণ #9YearsOfGaribKalyan বলে বেজায় ঢাক পেটাচ্ছেন নরেন্দ্র মোদি। বিভিন্ন জায়গায় তাঁর অনুষ্ঠান করছেন। খরচ হচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু জোয়ারে ভেসে হেঁটে চলেছেন অভিষেক। আর তাঁর সেই কর্মসূচি ঘিরে যে মানুষের সমর্থন, কৌতহল রয়েছে ট্রেন্ডিং-এ শীর্ষে থাকা তার প্রমাণ।













































































































































