লাগাতার হিংসায় রক্তাক্ত মণিপুর(Manipur)। পরিস্থিতি পর্যবেক্ষণে তিন দিনের জন্য ইম্ফল সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। এরপরই কেন্দ্র ও মনিপুর সরকারের তরফে ঘোষণা করা হলো, মণিপুরে সংঘর্ষে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। পাশাপাশি পরিবার কিছু একজনকে দেওয়া হবে চাকরি।

সোমবার মণিপুর সফরে গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী এন বিরেন সিং-এর(Biren Singh) সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকের পর গভীর রাতে সরকারের তরফে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা করা হয়।
কুকি-মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করেছে ২১ দিনেরও বেশি সময় ধরে। সম্প্রতি বিভিন্ন এলাকার গোষ্ঠীগুলির সঙ্গে শান্তি বৈঠক করেছেন সেনাকর্তারা। তবে পরিস্থিতিতে কোনওরকম পরিবর্তন আসেনি। লাগাতার হিংসায় এখনো পর্যন্ত ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে মণিপুরে। আহত হয়েছেন ২০০-র বেশি। পরিস্থিতি সামাল দিতে সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার পাশাপাশি জারি করা হয়েছে কার্ফু। ঘরছাড়া হয়েছেন আড়াই হাজারেরও বেশি মানুষ।













































































































































