সোমবার আইপিএলের ফাইনালে প্রকাশ্যে এল আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের দুরাবস্থা। পরিকাঠামোর খারাপ পরিস্থিতি বেআব্রু হয়ে পড়ে। যে মাঠে ১ লক্ষ ৩২ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন, তার পরিকাঠামো এতটা খারাপ হতে পারে তা কেউ বুঝতে পারেননি। কারণ, ৮০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল এই স্টেডিয়াম।
গতকাল ফাইনালে বৃষ্টি নামে। আর তখনই বেআব্রু হয়ে পড়ে নিকাশি ব্যবস্থার গাফিলতি। নরেন্দ্র মোদির স্টেডিয়ামে জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে ১০টা নাগাদ বৃষ্টি থেমে গেলেও ১২টার পরে খেলা শুরু করা সম্ভব হয়। মাঠের একটি পিচে জল জমে যাওয়ার জন্য খেলোয়াড় দৌড়াতে গেলে চোট পাওয়ার সম্ভাবনা ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বৃষ্টি হওয়ার আধ ঘণ্টার মধ্যেই জল বেরিয়ে যাবে। কিন্তু কোথায় কী! আরও একবার জুমলা রাজনীতি প্রকাশ্যে। যা নিয়ে শাহকে তীব্র কটাক্ষ করল তৃণমূল কংগ্রেস।
ট্যুইট করে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দয়া করে ‘অতি সম্মানিত’ নরেন্দ্র মোদি স্টেডিয়ামের অবস্থা দেখুন। আপনি জনগণকে বোকা বানাতে পারবেন না। আমরা আপনার জুমলা রাজনীতি সম্পর্কে ভালোভাবে অবগত।”
বৃষ্টির সময় স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে জল পড়তে থাকে। আর সেই জলে ভেসে যায় দর্শকাসন। এতে স্পষ্ট বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের সবচেয়ে ভালো স্টেডিয়ামে কী অবস্থা!







































































































































