পরপর দু’বার। আইপিএল-এ এই নিয়ে পরপর দু’বার ফাইনালে উঠল গুজরাত টাইটান্স।আইপিএল কোয়ালিফায়ার ২ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারায় হার্দিক শর্মার দল। আর এই ম্যাচ জিতিয়ে ফাইনালের পরিকল্পনা শুরু গুজরাত অধিনায়কের।

ম্যাচ শেষে হার্দিক বলেন,” আমরা নিজেদের সেরাটা দেব। কী ফলাফল হবে সেটা আমাদের কাছে এখন প্রাসঙ্গিক নয়। সবাই মিলে সেরাটা উজাড় করে দিতে পারলে, ১০০ শতাংশ দিতে পারলে জমে যাবে। নকআউট খেলাটাই আমার কাছে বেশ মজার। যা খুশি ফল হতে পারে। আমি তো এটা নিয়ে সতীর্থদের সঙ্গে মজাই করছি।”

মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন ব্যাটার শুভমন গিল। বল হাতে পাঁচ উইকেট মোহিত শর্মার। এই নিয়ে হার্দিক বলেন,” শুভমন অসাধারণ। মানসিক ভাবেও দারুণ জায়গায় রয়েছে। আমি ওকে নিয়ন্ত্রণ করার কোনও চেষ্টাই করছি না। মুম্বইয়ের বিরুদ্ধে ইনিংসটা আমার দেখা ওর অন্যতম সেরা। শুভমন একজন বড় তারকা।” অন্যদিকে মোহিতের ইনিংসে মোহিত হার্দিক। মোহিতের উদ্দেশে হাত জোড় করে নমস্কার জানান হার্দিক। মূলত মোহিতের এই পারফরম্যান্সকে সম্মান জানাতেই এমনটা করেছেন গুজরাট অধিনায়ক।
আরও পড়ুন:ম্যাচ হারলেও শুভমনের খেলায় খুশি রোহিত














































































































































