২০২৩ আইপিএল ফাইনালে পৌঁছে গেল গুজরাত টাইটান্স। কোয়ালিফার ২-এর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারাল গুজরাত টাইটান্স। গুজরাতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। ১২৯ রান করেন তিনি। বল হাতে পাঁচ উইকেট নেন মোহিত শর্মা। ফাইনালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৩ রান করে গুজরাত। গুজরাতের হয়ে শতরান করেন শুভমন। ১২৯ রান করেন তিনি। ৪৩ রান করেন সাই সুদর্শন। ২৮ রানে অপরাজিত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ১৮ রান করেন ঋদ্ধিমান সাহা। মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট নেন আকাশ মাডওয়াল এবং পীয়ুশ চাওলা।

জবাবে ব্যাট করতে নেমে ১৭১ রানে গুটিয়ে যায় মুম্বই। মুম্বইয়ের হয়ে লড়াই করেন সূর্যকুমার যাদব। ৬১ রান করেন তিনি। ৪৩ রান করেন তিলক ভর্মা। গ্রিন করেন ৩০ রান। ৮ রান করেন রোহিত শর্মা। গুজরাতের হয়ে পাঁচ উইকেট নেন মোহিত শর্মা। দুটি করে উইকেট নেন মহম্মদ শামি এবং রশিদ খান। একটি উইকেট নেন লিটল।
আরও পড়ুন:মালয়েশিয়া মাস্টার্সের সেমিতে সিন্ধু-প্রণয়














































































































































