হাতে আর দুটো ম্যাচ, তারপরই শেষ হতে চলেছে আইপিএল ২০২৩। ২৮ মে আইপিএল-এর ফাইনাল। ইতিমধ্যে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস পৌছে গেছে ফাইনালে। অন্যদিকে শুক্রবার গুজরাত টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের বিজয়ী, ফাইনালে মুখোমুখি হবে চেন্নাইয়ের। আর এই ম্যাচ হতে চলেছে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এই ম্যাচে দর্শকদের আকর্ষণ করতে কোনো খামতি রাখতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড।

সূত্রের খবর, গুজরাতের জনপ্রিয় গায়ক কিঞ্জল ডেভ, গুজরাত বনাম মুম্বই কোয়ালিফায়ার ২ ম্যাচের আগে সঙ্গীত পরিবেশন করবেন। অন্যদিকে ফাইনাল ম্যাচের আগে হবে চোখ ধাঁধানো লাইট শো। এর পাশাপাশি ২৮ মে, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পারফরম্যান্স করবেন ডিভাইন, জনিতা গান্ধী, নিউক্লিয়া এবং কিং।

ইতিমধ্যে শোনা যাচ্ছে যে, ফাইনাল ম্যাচের জন্য ১ লাখ দর্শক আসন বিশিষ্ট আহমেদাবাদ স্টেডিয়ামের সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। আইপিএল ফাইনালে উপস্থিত থাকবেন শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরাও।
প্রসঙ্গত ২০২৩ আইপিএল এর উদ্বোধনি অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, তামান্না ভাটিয়া, রশ্মিকা মন্দনা। আইপিএল ফাইনালও জমজমাটি অনুষ্ঠানের মাধ্যমে শেষ করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন:আজ আইপিএল-এর কোয়ালিফায়ার ২-এ ম্যাচে মুম্বইয়ের মুখোমুখি গুজরাত














































































































































