চলতি আইপিএল-এ একবারেই ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। প্লে-অফ থেকে আগেই ছিটকে গিয়েছেন দিল্লি। চলতি আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে গোটা আইপিএলই ডাগআউট থেকে দেখতে পেয়েছেন। আইপিএল-এ কিছু ক্রিকেটারের পারফরম্যান্স মনে ধরেছে সৌরভের। রিঙ্কু সিং-এর মতো তরুণ ক্রিকেটারের পারফরম্যান্স যেমন মনে ধরেছে তেমনই সৌরভ মুগ্ধ চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও।

আইপিএল শেষ হওয়ার পর সম্প্রতি কলকাতায় ফিরেছেন সৌরভ। আর তারপরেই ধোনির প্রশংসা করেন তিনি। সৌরভ বলেন, “ধোনি অসাধারণ ক্রিকেটার। বড় ম্যাচে কীভাবে অধিনায়কত্ব করতে হয় সেটা দেখিয়ে দিল। খুব বড় অধিনায়ক। যেভাবে দলকে চালনা করে সেটাও বাকিদের থেকে আলাদা।”

এরপরই রিঙ্কুর প্রশংসায় মাতেন মহারাজ। তবে শুধু রিঙ্কু নন একাধিক তরুণ ক্রিকেটারকে ভাল লেগেছে তাঁর। এই নিয়ে সৌরভ বলেন, “রিঙ্কু ভাল খেলেছে। তবে শুধু রিঙ্কু নয়, অনেক ভাল ভাল ক্রিকেটার খেলেছে এ বছর। আইপিএল একটা বিরাট প্রতিযোগিতা। রিঙ্কু যেমন আছে, তেমনই যশস্বী জয়সওয়াল, মুম্বইয়ের সূর্যকুমার যাদব, তিলক বর্মা ভাল খেলেছে।”
এদিকে সামনের মাসেই শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। সেই ম্যাচ নিয়ে সৌরভ বলেন, “ভাল খেলা হবে। কে জিতবে জানি না। কিন্তু দারুণ খেলা হবে এটা বলতে পারি। আমি থাকব ওখানে।কোন দল এগিয়ে আছে বলতে পারব না। এসব ম্যাচ সব সময় ৫০-৫০। আমি চাই ভারত জিতুক। কিন্তু আগে থেকে ও ভাবে বলা যায় না।”
আরও পড়ুন:লখনৌ-এর বিরুদ্ধে পাঁচ উইকেট, নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন আকাশ?














































































































































