একের পর এক পরীক্ষায় মহিলাদের সাফল্য বারবার প্রকাশ্যে আসছে। কয়েকদিন আগেই মাধ্যমিকের (Madhyamik)রেজাল্ট বেরিয়েছে, রাত পোহালেই উচ্চ মাধ্যমিকের (HS)ফলাফল। এর মাঝে UPSC-এর মেধা তালিকা প্রকাশিত হল। শীর্ষস্থান দখল করেছেন ইশিতা কিশোর (Ishita Kishore)। আজ দুপুরে ২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (UPSC) সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর মোট ১৮০ জন পরীক্ষার্থীকে আইএএস হিসেবে নিয়োগ করা হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, এবার চাকরির জন্য ৯৩৩ জনের নাম সুপারিশ করা হয়েছে। এই তালিকা প্রকাশিত হতেই দেখা যায় সেখানে মহিলাদের জয়জয়কার। সাফল্যের তালিকায় প্রথম চারজনই মহিলা।
২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন গরিমা লোহিয়া। তৃতীয় স্থান দখল করেছেন উমা হরথি, চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্রা। এবছর মোট ৯৩৩ জন ইউপিএসসি পাশ করেছেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরির ৩৪৫ জন এবং আর্থিক ভাবে অনগ্রসর শ্রেণির ৯৯ জন পরীক্ষার্থী ইউপিএসসিতে উত্তীর্ণ হয়েছেন। অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ ফলাফল দেখা যাচ্ছে।
২০২২ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সিভিল সার্ভিসেস ফাইনাল পরীক্ষার মেধাতালিকা
১) ইশিতা কিশোর
২) গরিমা লোহিয়া
৩) উমা হারাথি এন
৪) স্মৃতি মিশ্রা
৫) ময়ূর হাজারিকা
৬) গাহানা নভ্যা জেমস
৭) ওয়াসিম আহমেদ ভট্ট
৮) অনিরুদ্ধ যাদব
৯) কণিকা গোয়েল
১০) রাহুল শ্রীবাস্তব










































































































































