বীরভূমের দুবরাজপুরে বিস্ফোরণের ঘটনায়১ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম শেখ মরিলাল। ধৃত মরিলাল মূল অভিযুক্ত শেখ শফিকের ভাই বলে জানা গিয়েছে। যে বাড়িতে সোমবার বিস্ফোরণ ঘটে, সেই বাড়িতেই থাকতেন মরিলাল। মরিলালকে গ্রেফতার করার পাশাপাশি আরও এক জনকে আটক করেছে পুলিশ। তাঁর নাম শেখ শাহরুক। মূল অভিযুক্তের পুত্র শেখ শাহরুক।এদিকে আজই ঘটনার তদন্তে পৌঁছেছে সিআইডি বম্ব স্কোয়াড।ঘটনাস্থলে আরও বোমা রয়েছে কি না, তা খতিয়ে দেখবে সিআইডির এই স্কোয়াড। সোমবারই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ।

আরও পড়ুন:রাজ্যের বেআইনি বাজি কারখানায় পুলিশি অভিযান, ধরপাকড়, উদ্ধার বারুদ
সোমবার বীরভূমের দুবরাজপুরে একটি বাড়িতে মজুত বোমা থেকে আচমকা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বিস্ফোরণের জেরে কারও মৃত্যু না হলেও ক্ষতিগ্রস্ত হয় একটি বাড়ি।বিস্ফোরণের খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। অভিযোগ বাড়ির সিঁড়ির কাছে মজুত রাখা বোমা থেকেই বিস্ফোরণ ঘটে।









































































































































