সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন হায়দারাবাদকে ৮ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। এই জয়ের ফলে আইপিএল-এ প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ক্যামারুন গ্রিন। ব্যর্থ গেল হায়দরাবাদের মায়াঙ্ক আগরওয়ালের ৮৩ রান।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান করেন মায়াঙ্ক আগরওয়াল। ৮৩ রান করেন তিনি। ৬৯ রান করে ভিবরান্ত শর্মা। ১৩ রান করেন মারকাম। মুম্বইয়ের হয়ে চার উইকেট নেন আকাশ মাধওয়াল। একটি উইকেট নেন ক্রিশ জর্ডন।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় মুম্বই। সৌজন্যে ক্যামারুন গ্রিন। ১০০ রানে অপরাজিত তিনি। ৫৬ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৫ রানে অপরাজিত সূর্যকুমার যাদব। ১৪ রান করেন ইশান কিষান। হায়দরাবাদের হয়ে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার এবং মায়াঙ্ক ডাগর।
আরও পড়ুন:কেকেআর ম্যাচে ইডেনে আটকে দেওয়া হল সবুজ-মেরুন সমর্থকদের, ক্ষোভ প্রকাশ মোহনবাগানের














































































































































