ফের তাপপ্রবাহের সতর্কতা সঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ

0
4

হাঁসফাস করা গরম থেকে রবিতেই মিলবে মুক্তি? ছুটির দিনে এমনই ‘স্বস্তির’ বার্তা দিচ্ছে হাওয়া অফিস। দক্ষিণের সব ক’টি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বিকেলের দিকে কলকাতা-সহ বেশ কিছু জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে চলতি সপ্তাহেই বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়।ওই দিন একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন:কাঁটাতার পেরিয়ে বাড়ছে গুপ্তচরের আনাগোনা! ফের সীমান্তে পাকিস্তানি ড্রোন
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ওই দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
তবে বুধবার ঝড়বৃষ্টি হলেও তার আগে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে সোম ও মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।