সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিলেন আর্জেন্তাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। জুলাই মাসে শহরে আসছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্তাইন গোলরক্ষক। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসতে চলেছেন তিনি। আর সেই সফরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ উপহার আনতে চলেছেন মার্টিনেজ।

সম্প্রতি জানা যায় শহরে আসতে চলেছেন মেসির দলের গোলরক্ষক। আর এই খবর শোনার পর থেকেই মার্টিনেজের জন্য প্রহর গুনতে শুরু করেছে শহর কলকাতা। বাদ যাচ্ছেন না আর্জেন্তাইন গোলরক্ষকও। আর্জেন্তিনার বিশ্বজয়ী গোলকিপার ফুটতে শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর বার্তা সেই প্রমাণই দিচ্ছে।

ভিডিও বার্তায় মার্টিনেজ জানিয়েছেন, তিনি এই শহরে আসার জন্য একপ্রকার উত্তেজিত। মার্টিনেজ বলেন,”আমি খুব উত্তেজিত। সিটি অব জয়ে একাধিক কর্মসূচিও রয়েছে আমার।”
শহরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন মার্টিনেজ। শুধু তাই নয়, নিজের সই সম্বলিত গ্লাভস মুখ্যমন্ত্রী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেবেন তিনি।
আরও পড়ুন:ম্যাচ জিতলেও লজ্জার নজির গড়লেন রাজস্থান ব্যাটার জস বাটলার














































































































































