হাসতে ভুলেছে জাপান, বিশেষজ্ঞের শরণাপন্ন দেশবাসী

0
4

মানুষের জীবনে হাসি (Smile/Laugh) অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকেরা বলেন হাসি মানুষের শরীর সুস্থ রাখতে খুব ভাল পথ্য হিসেবে কাজ করে। অথচ সেই হাসি ভুলেছেন জাপানিরা (The Japanese)! অবাক করার মতো শুনতে লাগলেও এটাই সত্যি। এখন আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে চাইছেন তাঁরা। অনেকে আবার নিজের হাসি দেখে নিজেই বিরক্ত হচ্ছেন । শুধু তাই নয়, হাসি ফিরিয়ে আনতে এখন বিশেষজ্ঞের শরণাপন্ন হচ্ছেন জাপানের মানুষ। কিন্তু কেন এমন ঘটনা বলুন তো?আসলে জাপানিদের এই দুরাবস্থার কারণ করোনা (Corona Virus)।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারির প্রভাব পড়েছিল জাপানেও। টানা তিন বছর মাস্ক পরে থাকার কারণেই জাপানিদের মুখ থেকে হাসি মুছে গেছে বলে মনে করা হচ্ছে। এখন ভাইরাসের দাপট কমেছে তাই সম্প্রতি মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নিয়েছে কর্তৃপক্ষ। এরপরই হাসতে ভুলে যাওয়ার বিষয়টি সামনে এসেছে। এত দিন ধরে একটা নিয়মের মধ্যে থাকতে থাকতে এখন মাস্ক পরার বিধিনিষেধ উঠে যাওয়ার পরেও অনেকেই মুখের নিচের অংশ কাউকে দেখাতে চান না। কারণ, তাঁদের ধারণা তাঁরা আর এখন আগের মতো প্রাণখোলা হাসি হাসতে পারেন না। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে করোনা মহামারির সময় অন্যান্য দেশের তুলনায় জাপানিরা খুব কড়াভাবে মাস্কের ব্যবহার মেনেছেন। তাই অন্যান্য পশ্চিমা দেশের তুলনায় দেশটিতে কোভিডে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কম ছিল। কিন্তু এখন জীবন আগের ছন্দে ফিরলেও হাসি ফিরবে কি, সেটাই জাপানিদের কাছে বড় প্রশ্ন।