ভালো নেই অনুব্রত!জেল থেকে বের করে নিয়ে যাওয়া হবে হাসপাতালে

0
4

শরীর ভালো নেই। তাঁকে আসানসোল জেলে পাঠানো হোক বলে আদালতেও বারবার আর্জি জানিয়েছেন। কিন্তু ইডি কর্তারা তা কার্যত শুনতেই চাননি। এবার তিহার জেলেই অসুস্থ হয়ে পড়লেন অনুব্রত মণ্ডল। মেয়ের সঙ্গে সোমবার কথা হওয়ার পরই তিহার জেলে শ্বাসকষ্ট বাড়ে কেষ্টর। সঙ্গে বুকে ব্যাথাও বেড়েছে। মঙ্গলবার সকালেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে খবর।

আরও পড়ুন:ভাতার দেখল জনদরদী তরুণ নেতাকে,‌ বৃদ্ধ ডায়ালিসিস রোগীকে নিজের উদ্যোগে বাড়ি ফেরালেন অভিষেক

তিহার জেল হাসপাতালে চিকিত্‍সায় উন্নতি না হওয়ায় ইতিমধ্যেই বাইরের হাসপাতালে বারদুয়েক দেখানো হয়েছে বীরভূমের তৃণমূল সভাপতিকে। নয়াদিল্লির সুপার স্পেশালিটি হাসপাতাল এইমস এবং সফদরজং-এর চিকিৎসকেরা পরীক্ষা করেছেন তাঁর। এবার তাঁকে দিল্লির জে বি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। চিকিৎসায় কোনও খামতি রাখতে চাইছে জেল কর্তৃপক্ষ।
অন্যদিকে, সোমবারই ভার্চুয়ালি নিজের আইনজীবীর সঙ্গে কথা হয়েছে অনুব্রতর।  শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুব্রতর আইনজীবী তাঁকে আদালতে আবেদন করতে বলেছেন। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন অনুব্রত। ইতিমধ্যেই নাকি অনুব্রতর মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত করে ফেলেছেন আইনজীবীরা।