ঔদ্ধত্যের কারণেই বিজেপির পতন হয়েছে- কর্নাটক নির্বাচনের ফলে প্রসঙ্গে সোমবার, নবান্নে (Nabanna) ফের এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০২৪-এর লোকসভা নির্বাচনে আঞ্চলিক, BJP বিরোধীদলগুলির জোট বাঁধার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে মমতা বলেন, “আমি কোনও জাদুকর নই, ভবিষ্যৎ দ্রষ্টাও নই। এটা বলতে পারি, যেখানে আঞ্চলিক দলগুলো শক্তিশালী সেখানে বিজেপি লড়াই করতে জিততে পারবে না।“
কন্নড়ভূমে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে TMC সুপ্রিমো বলেন, কর্নাটকে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। বিহার, ওড়িশা, বেঙ্গল, চেন্নাই, তেলেঙ্গানা, পাঞ্জাব- সব জায়গাতেই আঞ্চলিক দল শক্তিশালী। যেসব জায়গায় কংগ্রেস শক্তিশালী, সেখানে তারা লড়াই করবে। কিন্তু তাদেরও আঞ্চলিক দলগুলি সমান সম্মান দিতে হবে। মমতা বলেন, তিনিই বলেছিলেন বিজেপিকে সরাতে কর্নাটকে বিরোধী শিবিরকে ভোট দিতে। “কর্নাটকে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এটাই তো শেষের শুরু। ২০২৪ লোকসভা ভোটের আগে একটা ইঙ্গিত। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের নির্বাচনেও হারবে“ – মত মমতার।
আরও পড়ুন- কর্নাটকের ফল ২৪-এর আগে বিজেপির জন্য শিক্ষা: কামিনী-কাঞ্চন প্রসঙ্গ তুলে ফের সরব তথাগত





































































































































