নির্বাচনী পর্ব মিটে গেলেও বিতর্ক কাটছে না। বজরংবলী এবার অস্বস্তির কারণ হয়ে উঠলো কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Khadge) জন্য। নির্বাচনী প্রচারে গিয়ে বজরং দলের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন খাড়গে। যার জেরেই এবার আদালতের তরফে সমন পাঠানো হলো কংগ্রেস সভাপতিকে(Congress President)। সোমবার এক মানহানি মামলার প্রেক্ষিতে খাড়গেকে নোটিশ পাঠিয়েছে পাঞ্জাবের(Punjab) সাংরুর আদালত।

কর্নাটকে বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কংগ্রেস তাদের ইস্তেহারে সিম্মি ও আলকায়েদার মত জঙ্গি সংগঠনের সঙ্গে বজরং দলের তুলনা করে। পাশাপাশি ক্ষমতায় এলে এই সংগঠনকে নিষিদ্ধ করার কথা জানানো হয়। যার প্রেক্ষিতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিরুদ্ধে পাঞ্জাবের আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন বজরং দলের নেতা হিতেষ ভরদ্বাজ। এই মামলার প্রেক্ষিতেই সোমবার সমন পাঠানো হয়েছে খাড়গেকে।
জানা গিয়েছে, এই মানহানি মামলার প্রেক্ষিতে পাঞ্জাবের সাংরুর আদালতের বিচারপতি রমনদীপ কৌর আগামী ১০ জুলাই কংগ্রেস সভাপতিকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে এই মামলার পাশাপাশি কংগ্রেস নেতাদের মন্তব্যের বিরোধিতায় সোমবার এক সাংবাদিক বৈঠক করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদের যুব শাখা সংগঠন বজরং দল।











































































































































