ধোনির সঙ্গে সাক্ষাৎ, কী কথা হল? জানালেন বাংলার অভিষেক

0
4

চলতি আইপিএল-এ দিল্লি ক‍্যাপিটালসের হয়ে খেলছেন বাংলার উইকেটরক্ষক অভিষেক পোড়েল। উইকেটের পিছনে বেশ নজরে কেড়েছেন তিনি। তবে অভিষেকের সেরা প্রাপ্তি চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাক্ষাৎ করা। সেই সময় বেশ কিছুক্ষণ ভারতের প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে কথা বলেন অভিষেক। সেই মুহূর্ত সেরা মুহূর্ত বলে জানান অভিষেক।

দিল্লির তরুণ উইকেটরক্ষক বলেন,”ধোনি স্যর আমাকে বললেন, খুব বেশি কিছু করতে যাবি না। খেলার মূল ভিতটা যেন ঠিক থাকে। বেশি কিছু করতে গেলে ভুল হতে পারে। আমাকে বেশি তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন। ক্রিজে যত বেশি সম্ভব সময় কাটাতে বলেছেন। উনি বলেছেন, আমার হাতে এখনও অনেক সময় রয়েছে। তাই সময় দিতে হবে। তা হলেই ভাল ফল হবে।”

চলতি আইপিএল-এ দিল্লি ক‍্যাপিটালসের হয়ে খেলছেন অভিষেক। ঋষভ পন্থের চোট থাকায় তাঁর বদলে দলে আসেন অভিষেক।

আরও পড়ুন:সূর্যের ব‍্যাটিং-এ মুগ্ধ সচিন থেকে বিরাট, সোশ্যাল মিডিয়ায় বার্তা কোহলির