বৃহস্পতিবার রাতে ইডেনে রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে হারে কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে যশস্বী জসওয়ালের ঝড়ো ইনিংস। ৪৭ বলে ৯৮ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ১৩ টি চার ৫ ছক্কা দিয়ে। নিজের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত যশস্বী। বললেন, দলকে ম্যাচ জেতানোই লক্ষ্য ছিল আমার।

ম্যাচ শেষে যশস্বী বলেন,” আমি চাইছিলাম মাঠে নেমে দ্রুত রান তুলতে। সেটা পেরেছি, ভাল লাগছে। এমন নয় যে, আমি যা চাই, তাই পাই। কিন্তু আমি পরিশ্রম করি এবং নিজের উপর বিশ্বাস রাখি। তাতেই ফল আসে। আমার সব থেকে ভাল লেগেছে শেষ শটটা মেরে। ওইটাতেই ম্যাচ জিতি আমরা। আমি চাইছিলাম ম্যাচ শেষ করে ফিরতে। দলকে ম্যাচ জেতানোই লক্ষ্য ছিল আমার। সেটা পেরেছি। আমি ধন্য। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।”

৯৮ রানে অপরাজিত। দু’রানে জন্য হল না শতরান। তাতে অবশ্য আফসোস নেই যশস্বীর। এই নিয়ে রাজস্থানের তরুণ তুর্কি বলেন,” আমার মাথায় শুধুই নেট রানরেট ছিল। আমি আর সঞ্জু চাইছিলাম দ্রুত ম্যাচ শেষ করতে।”
আরও পড়ুন:‘যশস্বীর দুরন্ত ইনিংসের কাছেই ম্যাচ হারলাম’, ম্যাচ শেষে বললেন নীতীশ











































































































































