বঙ্গে ‘লোক দেখানো’ রবীন্দ্র-স্মরণ, সংসদে রবীন্দ্রজয়ন্তী পালনে অনুপস্থিত কেন্দ্রীয় মন্ত্রীরা

0
2

বঙ্গে লোক দেখানো রবীন্দ্র জয়ন্তী পালন করছে বিজেপি। রবীন্দ্রনাথ জন্মবার্ষিকী উদযাপন করতে বাংলায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু ২৫ বৈশাখ কবিগুরুর ১৬২তম জন্ম বার্ষিকীতে সংসদের সেন্ট্রাল হলে একটা মালা দিতেও উপস্থিতি ছিলেন না কোনও কেন্দ্রীয় মন্ত্রী। তৃণমূল (TMC) সাংসদের তরফ থেকে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হয়।

মঙ্গলবার, সংসদের সেন্ট্রাল হলে কবিগুরুর মূর্তিতে শ্রদ্ধা জানান রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) এবং লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mandol)। কংগ্রেসের তরফে ছিলেন প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattcharya)। শ্রদ্ধা অর্পণ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

ভোট টানতেই যে বাংলায় রবীন্দ্র জয়ন্তী পালনের ঘটা, সেটা বলছে রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি থেকে বাংলায় গিয়ে রবীন্দ্রজয়ন্তী পালনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। জোড়াসাঁকোতে যেতে পারেন। কিন্তু রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে কবিগুরুর পায়ে শ্রদ্ধা অর্পণ করার জন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রীর সময় হয়নি সংসদের সেন্ট্রাল হলে যাওয়ার। এটাই বিজেপির রাজনীতি। এভাবেই সব কিছুতেই ওরা রাজনীতি করে।”