আমডাঙায় শুটআউট। গুলিবিদ্ধ এক তৃণমূল নেতা। তাঁকে গুরুতর আহত অবস্থায় প্রথমে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।

আরও পড়ুন:আসানসোল আদালতে হাজিরা গরুপাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফের


পুলিশ সূত্রের খবর, জখম তৃণমূল নেতার নাম আবু তোয়েব। রবিবার রাতে বাইকে চড়ে সন্তোষপুর থেকে ঘুরিগাছিতে ফিরছিলেন। মথুরা এলাকায় বাইকে করে আসা দুষ্কৃতীরা তাঁর পথ আটকায়। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এক রাউন্ড গুলি চলে। ডান হাতে গুলি লাগে তাঁরা। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে শুরু করেন আবু তোয়েব। দুষ্কৃতীরা আতঙ্কে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।রক্তাক্ত অবস্থায় তৃণমূল নেতাকে উদ্ধার করে বারাসতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কে বা কারা গুলি চালাল, তা এখনও স্পষ্ট নয়। এলাকায় যাতে এই ঘটনাকে কেন্দ্র করে কোনও অশান্তি না ছড়ায় তাই পুলিশ মোতায়েন করা হয়েছে।










































































































































