পর্যটক বোঝাই হাউসবোট ডুবে কমপক্ষে ১১ জনের মৃত্যু হল কেরলে। মৃতদের মধ্যে অধিকাংশ শিশু। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কেরলের মালাপ্পুরম জেলায়।শেষ পাওয়া খবরে জানা গেছে, হাউসবোটের নীচে এখনও অনেকে আটকে রয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ ।
আরও পড়ুন:শুভেন্দুর গাড়িচা*পাকাণ্ডে মৃ*ত্যুর ত*দন্তে সিআইডি
রবিবার সন্ধ্যা ৭টায় থুভাল থিরাম পর্যটন স্থানে এই ঘটনা ঘটেছে। ওই হাউসবোটে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনী। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন কেরলের পর্যটনমন্ত্রী মহম্মদ রিয়াস।
এখনও পর্যন্ত আহত ১০ জনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।