কয়েকদিন আগেই শহীদ হয়েছেন পাঁচ জওয়ান।জি-২০ সম্মেলনের আগেই সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত কাশ্মীর। এর মধ্যে বড়সড় নাশকতা এড়াল পুলওয়ামা। তবে এবার পুলিশের সাফল্য। বড়সড় নাশকতার ছক বানচাল হল। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আইইডি। গ্রেফতার হয়েছে এক যুবক।
জানা গিয়েছে, পুলওয়ামায় জঙ্গিরা বড় নাশকতার ছক কষেছিল।কাশ্মীর পুলিশের তৎপরতায় চক্রান্ত বানচাল হয়েছে। এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ইসফাক আহমেদ ওয়ানি আরিগামের বাসিন্দা। তাকে জেরা করে তল্লাশিতে ৫-৬ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
কাশ্মীরের রাজৌরি এলাকায় জঙ্গিদমনে অভিযান চালায় সেনা। সেই সময়েই জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। পাঁচজন জওয়ানের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন রাজ্যের,নাম সিদ্ধান্ত ছেত্রী। এরপরই বারামুলার একটি জঙ্গি ডেরায় অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। দু পক্ষের সংঘর্ষে নিহত হয় এক জঙ্গি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জেলায় ভারতীয় সেনার একটি গাড়ি আত্মঘাতী বোমার শিকার হয়। এই হামলায় ৪০ জন সিআরপিএফ শহীদ হয়। পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলার দায়ভার স্বীকার করে।




































































































































