ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হানা। শনিবার রাতে টেক্সাসের একটি শপিংমলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় আততায়ী । শেষ পাওয়া খবরে ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:‘জোনাকির রঙে ঝিলমিল’, উৎপল সিনহার কলম
সংবাদসংস্থা সূত্রের খবর, নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। যাদের বয়স পাঁচ বছরের কম।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বেলা সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। টেক্সাসের দালাস শহরের উত্তরপ্রান্তের একটি অভিজাত শপিংমলে বন্দুকবাজ হামলা চালায়। বন্দুকবাজের এই হামলা সাম্প্রতিক সময়ের সব থেকে বড় হামলা বলে জানিয়েছে টেক্সাস পুলিশ।


ইতিমধ্যেই বন্দুকবাজকে পাকড়াও করার প্রক্রিয়া শুরু করেছে টেক্সাস পুলিশ । গোটা মলকে ঘিরে রাখা হয়েছে । ড্রোন ফুটেজে দেখা হচ্ছে কীভাবে এই হামলা হল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দুকবাজকে ধরা যায়নি। পুলিশের অনুমান শপিংমলের ভিতরেই লুকিয়ে রয়েছে আততায়ী।
প্রসঙ্গত, মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলায় মৃত্যুর ঘটনা নতুন নয়। অস্ত্র আইন পরিবর্তন করেও বন্দুকবাজের হানা রোখী সম্ভব হয়নি। হাজার হাজার প্রাণ কেড়ে নিচ্ছে। পরুসংখ্যানের রিপোর্ট বলছে, ২০২১ সালে স্কুল, শপিংমল, হাসপাতাল, স্টেশন, বাস টার্মিনাস—এইরকম জনবহুল জায়গায় বন্দুকবাজের হামলায় প্রাণ গিয়েছিল ৪৯ হাজার মানুষের। গত বছর ৪৫ হাজার মানুষ মার্কিন দেশে বন্দুকবাজের হামলায় মারা গিয়েছিল। সংবাদসংস্থার তরফে জানা গেছে, আমেরিকার নানান প্রান্তে ২০২৩ সালে এখনও পর্যন্ত ২৭টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।









































































































































