আপনি আমার ‘অনুপ্রেরণা’: শেখ হাসিনাকে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

0
2

“দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একজন দক্ষ নেত্রী আপনি। আপনি আমাদের জন্য অনুপ্রেরণা।” বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার(Sekh Hasina) সঙ্গে প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে তাঁকে উদ্দেশ্য করে ঠিক এমনটাই জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক(Rishi Sunak)। শুধু তাই নয় তিনি আরো বলেন, “আমি আপনাকে অনেক বছর ধরে অনুসরণ করছি। দেশের আর্থিক উন্নতিতে আপনি একজন সফল নেত্রী।”

শুক্রবার ২ রাষ্ট্রনেতার বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের সমৃদ্ধির জন্য শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয়, ভূমিহীন ও গৃহহীন বাংলাদেশের জনগণকে সরকারি খরচে বাড়ি দেওয়া, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে তার গৌরবময় ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও কোভিড-১৯ মহামারি পরবর্তী সময়ে ছয় শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার কথা উল্লেখ করে সুনাক বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি উল্লেখযোগ্য।’ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উন্নয়নের ‘রোল মডেল’ হিসেবে বর্ণনা করেন।

এর পাশাপাশি সুনাক বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেন। সুনাক বলেন, ‘ব্রিটেন বুঝতে পেরেছে, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা।’ শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় ব্রিটেনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘রোহিঙ্গারা আমাদের জন্য বড় বোঝা এবং বড় নিরাপত্তা হুমকি।’ রোহিঙ্গাদের দুর্দশা দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আমন্ত্রণ জানালে সুনাক ইতিবাচক সাড়া দেন। উল্লেখ্য, লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন শেখ হাসিনা।

আরও পড়ুন- মুর্শিদাবাদে জনসুনামিতে ভাসলেন অভিষেক, গাল ছুঁয়ে আশীর্বাদ দিলেন বৃদ্ধা