গত ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ শেষে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। ম্যাচ শেষে ঝামেলায় জড়ান বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। সেই ঝামেলার কারণে ম্যাচ ফি ১০০ শতাংশ জরিমানা করা হয় বিরাট-গম্ভীরকে। আর সেই নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিলেন বিরাট।

সূত্রের খবর, বিসিসিআইকে সেই চিঠিতে বিরাট জানিয়েছেন যে, বোর্ড তাঁর ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়াতে খুশি নন তিনি। এছাড়াও বিরাট আরও বলেন, তিনি এমন কিছু গম্ভীরকে বলেননি যে যার জন্য এত বড় শাস্তি দেওয়া হল।

লখনৌতে গত ১ মে আরসিবি বনাম লখনৌ ম্যাচের পর তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। ঝামেলায় জড়ান বিরাট-গম্ভীর। প্রসঙ্গত, এই দুই দল এর আগে বেঙ্গালুরুতে একটি ম্যাচ খেলে সেখানে গম্ভীর ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ করতে বলেছিলেন। জয়ের পর আগ্রাসী ভাবে উল্লাস করতে থাকেন গম্ভীর। লখনৌয়ে খেলতে এসে পাল্টা জবাব দেন বিরাটও। লখনৌয়ে অনেক আরসিবি সমর্থকরা এসেছিলেন। বিরাট তাঁদের আরও জোরে চিৎকার করতে উৎসাহ দেন। মাঠের মধ্যে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন কাউকে। ম্যাচ শেষে উত্তেজনা আরও বাড়ে। গৌতম গম্ভীর আর বিরাট কোহলির মধ্যে হয় ঝামেলা।
আরও পড়ুন:নীরজকে শুভেচ্ছা মমতার, টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী











































































































































