বহু বছর পর ছোট পর্দায় কামব্যাক করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সিরিয়ালের পোস্টার গার্ল (Poster Girl) হিসেবে তাঁকে দেখতেই সন্ধেবেলায় জমে উঠেছিল বাঙালির ড্রয়িং রুম। আর সেই রূপা গঙ্গোপাধ্যায়কেই (Roopa Ganguly) কাঁদতে কাঁদতে বিদায় জানাতে হলো ‘মেয়েবেলা’কে (Meyebela) । নতুন প্রোমো দেখে দর্শক কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। বাকিটা ফাঁস করলেন অভিনেত্রী নিজেই। মাত্র ১০০ এপিসোডে ধারাবাহিক ছাড়লেন রূপা।


ইতিমধ্যেই তাঁর জায়গায় দর্শক দেখছেন অনুশ্রী দাসকে (Anushree Das)। পেমেন্ট জনিত সমস্যা নাকি অন্য কোনও কারণ? আট বছর পর গ্ল্যামার ওয়ার্ল্ডে ফিরে এসে কেন মাত্র চার মাসেই বিদায় নিলেন তিনি? সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে যখন প্রশ্নের বন্যা তখন নীরব সিরিয়ালের প্রযোজক পরিচালকরা। অতএব উত্তর দিলেন রূপা নিজেই।

বীথিকা চরিত্রটা নিয়েও কম আলোচনা হচ্ছে না।সোশ্যাল মিডিয়া বলছে “রূপা ছাড়া বীথি মাসিকে ভালো লাগছে না। এরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে হঠাৎ বদল নেওয়া যাচ্ছে না।” সিরিয়ালের টিআরপি (TRP) যখন উর্ধ্বমুখী তখন হঠাৎ এই সিদ্ধান্ত কেন? অভিনেত্রী বলছেন রিগ্রেসিভ চিত্রনাট্যের কারণেই তিনি সিরিয়াল ছাড়তে বাধ্য হলেন। আধুনিক যুগে দাঁড়িয়ে সিরিয়ালে শাশুড়ি বৌমার সম্পর্ক নিয়ে যা দেখানো হচ্ছে সেটা শুধু অযৌক্তিক তাই নয়, রূপার কথায় এই মুহূর্তে এমন ঘটনা অবাস্তবও বটে। অভিনেত্রী বলছেন তিনি নিজেই নিজেকে প্রশ্ন করেছিলেন কেন এই চরিত্রে কাজ করবেন। এত ভাল কনসেপ্ট নিয়ে তৈরি হওয়া সিরিয়ালে এভাবে চরিত্রের বিকৃতি ঘটানোয় চোখের জল পর্যন্ত ফেলেছেন তিনি। রূপার অভিযোগ বারবার প্রযোজক পরিচালককে বলেও কোনও লাভ হয়নি। ” এটাই ট্রেন্ডিং” বলে পাল্টা শুনতে হয়েছে তাঁকে। তাই সবদিক বিবেচনা করে সিরিয়াল থেকে সরে আসার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।







































































































































