লিটন দাসের পরিবর্ত খুঁজে নিল কলকাতা নাইট রাইডার্স। পারিবারিক কারণে দেশে ফিরে গিয়েছেন লিটন দাস। আর এবার তাঁর পরিবর্ত বেছে নিল কেকেআর। লিটনের পরিবর্তে কলকাতা নিল ক্যারিবিয়ান ক্রিকেটার জনসন চার্লেসকে।

ক্রিকেটে পরিচিত মুখ চার্লস। একজন উইকেটরক্ষক-ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১ টি-২০ ক্রিকেটে মোট ৯৭১ রান করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের ২০১২ এবং ২০১৬ সালের আইসিসি বিশ্ব টি-২০-জয়ী দলের সদস্য ছিলেন। এছাড়াও চার্লসের মোট ২২৪ টি-২০ ম্যাচে রান রয়েছে ৫৬০০ রান।

এবারের আইপিএলের আগে নিলামে লিটন দাসকে কেনে কেকেআর। তবে দেশের হয়ে খেলার জন্য লিটন অনেক পরে দলের সঙ্গে যোগ দেন। মাত্র একটি ম্যাচ খেলেছেন লিটন। করেছেন মাত্র ৪ রান। উইকেটের পিছনেও খুব ভালো পারফরম্যান্স ছিল না লিটনের। তারপরে আর কলকাতার প্রথম একাদশে সুযোগ পাননি লিটন। এরপরই পারিবারিক কারণে দেশে ফিরে যান তিনি।
আরও পড়ুন:আজ কেকেআরের সামনে হায়দরাবাদ, জয়ই লক্ষ্য নীতীশদের










































































































































