“রবীন্দ্র জয়ন্তীতে গান গাইতে হবে”, মুখ্যমন্ত্রীর পরামর্শে রাজ্যের এই আমলকে বার্তা মুখ্যসচিবের

0
2

মাইক হাতে দেখলে মনে হবে পুরো পেশাদার গায়ক। আর গান ধরার পর তো কথাই নেই! মহানায়ক সম্মানের মঞ্চে উত্তর কুমার-তনুজা অভিনীত রাজকুমারী ছবিতে কিশোর কুমারের সেই কালজয়ী প্লে-ব্যাক—”তবু বলে কেন সহসাই থেমে গেলে, বলো কী বলিতে এলে…”! এই গানটি ধরেছিলেন
বন ও প্রাণী সম্পদ দফতরের সচিব বিবেক কুমার। একজন দুঁদে আমলা হয়ে পেশাদার গায়কের থেকে কোনও অংশে যেন কম নয়। যেমন কন্ঠ, তেমন সুর, সেই সঙ্গে শরীরী ভাষাও দেখার মতো!

এবার রবীন্দ্রজয়ন্তীর মঞ্চে বিবেক কুমারকে গান করার অনুরোধ করলেন খোদ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, মুখ্যসচিব নাকি বিবেক কুমারকে বলেছেন, “আপনি রিহার্সাল শুরু করে দিন। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে গাইতে হবে”! বিবেক কুমারের কাছে গান হল প্যাশন। ঘরোয়া আড্ডাতেও গানে মেতে ওঠেন তিনি। বিবেক কুমারকে এক সময়ে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একবার নজরুল মঞ্চের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছিলেন, “বিবেক খুব ভাল গান গায়। একটা গান গাও তো”। মুখ্যমন্ত্রীর বলা মাত্রই গানও ধরেছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী বিবেক। এই আমলা বর্ষবরণের সন্ধ্যায় গান ধরেছিলেন, “রুক জানা নেহি, তু কভি হারকে…”!

নবান্নের অন্দরে মহলে ফিসফাস, অদূর ভবিষ্যতে রাজ্য প্রশাসনে আরও বড় দায়িত্বও নাকি পেতে পারেন কিশোরের ভক্ত সঙ্গীতপ্রেমী বিবেক কুমার।