এবার কি রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন এনসিপি সভাপতি শরদ পাওয়ার! কারণ, এনসিপি সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
এনসিপি প্রধানের পদে পাওয়ারের পরে কে বসবেন, তা এখনও স্পষ্ট নয়। গত কয়েকদিন ধরেই ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে শরদের সংঘাত চলছে। ১৯৯৯-এ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) প্রতিষ্ঠা করেছিলেন শরদ পাওয়ার (Sharad Powar)।
আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে অজিতের সামনেই এনসিপি সভাপতির পদ ছাড়ার ঘোষণা করেন মহারাষ্ট্রের চারবারের মুখ্যমন্ত্রী। পদত্যাগের কথা জানিয়ে পাওয়ার বলেন, “নতুন প্রজন্মকে জায়গা ছেড়ে দেওয়ার সময় এসেছে।“ এই মন্তব্য থেকেই ভাইপোর সঙ্গে সংঘাতের জেরেই সিদ্ধান্ত বলে অনুমান।
তবে, পাওয়ারের পদত্যাগ মানতে রাজি নন তাঁর অনুগামীরা। ভবিষ্যতে দল কোনও পথে এগোবে- তা ঠিক করতে সিনিয়র নেতাদের নিয়ে প্যানেলও তৈরি করে দিয়েছেন পাওয়ার। তবে, সমর্থকদের অনুরোধেও নিজের সিদ্ধান্ত থেকে সরেননি পাওয়ার।




































































































































