লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এদিন লখনৌকে ১৮ রানে হারাল ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ রান ফ্যাফ ডুপ্লেসির। আরসিবির হয়ে দুই উইকেট নেন করন শর্মা।

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি অধিনায়ক ডুপ্লেসি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে আরসিবি। আরসিবির হয়ে সর্বোচ্চ রান ফ্যাফ ডুপ্লেসির। ৪৪ রান করেন তিনি। ৩১ রান করেন বিরাট কোহলি। ম্যাক্সওয়েল করেন ৪ রান। ১৬ রান করেন দীনেশ কার্তিক। লখনৌ-এর হয়ে তিন উইকেট নেন নবীন উল হক। দুটি করে উইকেট নেন রবি বিষ্ণোই এবং অমিত মিশ্র।

জবাবে ব্যাট করতে নেমে ১০৮ রানে গুটিয়ে যায় লখনৌ-এর ইনিংস। লখনৌ-এর হয়ে ২৩ রান করেন গৌতম। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলার শুরুতেই চোট পান লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ফিল্ডিং করার সময় হ্যামস্ট্রিংয়ে লাগে তাঁর। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন রাহুল। ১৪ রান করেন ক্রনাল পান্ডিয়া। দুটি করে উইকেট নেন হ্যাজলউড এবং করন শর্মা। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, হাসারাঙ্গা এবং হর্ষল প্যাটেল।

এদিকে ম্যাচ শেষে বাকবিতণ্ডায় জড়ান বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। যে ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:এশিয়া কাপ নিয়ে মতবিরোধ চলছেই, বিকল্প ভাবনা বোর্ডের










































































































































