ডেয়ারি কারখানায় মর্মা.ন্তিক কান্ড, বি.ষাক্ত গ্যাস লিক করে ন’জনের মৃ.ত্যু

0
7

রবিবার সকালে মর্মান্তিক কাণ্ড পাঞ্জাবের লুধিয়ানায় (Ludhiyana, Punjab) । গিয়াসপুরার শেরপুর চক এলাকার সুয়া রোডের একটি ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম (Cooling system)থেকে ওই বিষাক্ত গ্যাস লিক করা শুরু হয়। স্থানীয়রা বলছেন আনুমানিক সকাল সোয়া সাতটা থেকে এই ঘটনার সূত্রপাত। এখনো পর্যন্ত মোট ২০ জন অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। এদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে, বাকি ১১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেয়ারি কারখানার কুলিং সিস্টেম থেকে ওই বিষাক্ত গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছেছে NDRF এর বিশেষ দল।ওই গ্যাস কারখানার আশেপাশে ছড়িয়ে পড়লে স্থানীয়রা অসুস্থ বোধ করতে শুরু করেন। বেশ কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয়।পুলিশ কারখানার সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ঘিরে রেখেছে। আশেপাশের ৩০০ মিটার এলাকা এখনও নিরাপদ নয় বলেই মদ বিপর্যয় মোকাবিলা দফতরে আধিকারিকদের। ঠিক কীভাবে এই গ্যাস দুর্ঘটনা ঘটল, তা জানার চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।