রাজনীতির গণ্ডি ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণ। কু-কথা। অশালীন মন্তব্য। নেই কোনও অনুশোচনা বোধ। করেননি দুঃখপ্রকাশ। চাননি ক্ষমা। তৃণমূল নেতা কুণাল ঘোষের মানহানি মামলায় এবার বিপাকে হারের হ্যাট্রিক করা সিপিএম নেতা শতরূপ ঘোষ। তাঁকে সমন পাঠাল আদালত। ছাড় পেলেন না সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ১৩ জুন তাঁদের আদালতে হাজিরা দেওয়া নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল কোর্টের ১৯তম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

এদিন কুণাল ঘোষের আইনজীবী আদালতকে জানান, গত ২৭ মার্চ সিপিএম নেতা শতরূপ ঘোষ আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষের বাবাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। যেহেতু দলের রাজ্য সদর দফতরে বসে আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে অশালীন মন্তব্য করেছেন শতরূপ ঘোষ তাই এই কাজে শতরূপকে পরোক্ষে মদত করেছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ফলে তাঁদের বিরুদ্ধেও আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক। এরপরই আদালতের তরফে শতরূপ ঘোষের পাশাপাশি বিমান বসু ও মহম্মদ সেলিমের নামেও সমন জারি করে আদালত।
এ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “আমি প্রথমেই মামলার পথে হাঁটিনি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী এই রুচিহীন কাজ নিয়ে দুঃখপ্রকাশের কথা বলে তিন দিনের নোটিশ দিয়েছিলেন। সিপিএমের নেতারা তার উত্তর দেননি। ক্ষমতা থাকলে এবার আদালতের সমনটিকেও উপেক্ষা করে দেখান। উত্তর না দেওয়ার ঔদ্ধত্য যদি দেখিয়ে থাকেন তাহলে সমনটিও উপেক্ষা করে দেখান।” তিনি আরও বলেন,
“রাজনীতিতে তর্ক, আক্রমণ থাকবে, কিন্তু সিপিএম অফিসে বসে বাবা তুলে কুৎসার সংস্কৃতিকে বিমানদা, সেলিমদা প্রশ্রয় দিচ্ছেন।”
প্রসঙ্গত, গত ২৭ মার্চ সিপিএম নেতা সর্বহারাদের হোলটাইমার নেতা শতরূপ ঘোষের ২২ লাখি বিলাসবহুল গাড়ি কেনা নিয়ে টুইটে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। তার প্রেক্ষিতে আলিমুদ্দিন স্ট্রিটে মুজফফর আহমেদ ভবনে সিপিএমের রাজ্য দফতরে বসে শতরূপ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের প্রয়াত বাবার কথা তুলে অপমান করেন। অভিযোগ, কুণালকে ”টেস্ট টিউব বেবি” বলে আক্রমণ করেন শতরূপ। তাঁর ”টেস্ট টিউব বেবি” মন্তব্যে কুণালের পরিবারকেও অপমান করা হয়েছে, এমনটাই আদালতে জানিয়েছিলেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী।







































































































































