উপাচার্য নিয়োগের পরে সিনিয়র অধ্যাপকদের নাম চাইলেন রাজ্যপাল, ফের সংঘাতের সম্ভাবনা

0
9

মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের পরে এবার সিনিয়র অধ্যাপকদের নাম চেয়ে পাঠালেন রাজ্যপাল। এই নিয়ে ফের রাজ্য-রাজ্যাপাল সংঘাতের সম্ভাবনা দেখা দিয়েছে। রাজ্যজুড়ে বিশ্ববিদ্যালয়গুলির সিনিয়র অধ্যাপকদের নিয়ে ডেটাব্যাঙ্ক তৈরি করার উদ্যোগ নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anadna Bose)। রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন করে সিনিয়র অধ্যাপকদের নাম চেয়ে পাঠালেন রাজ্যপাল। আর এই খবর প্রকাশ্যে আসতেই সংঘাতের বাতাবরণ তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্তিয়ার বহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয়ের কাজে তিনি নাক গলাচ্ছেন বলে অভিযোগ উঠতে পারে।

এদিকে সমস্ত উপাচার্যদের কাছে রাজভবন থেকে ইমেল করে নাম জানতে চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেখানে সিনিয়র অধ্যাপকদের নাম জানানোর বিষয়ে বলা হয়েছে। রাজভবনে থেকে ইমেল আসতেই উচ্চশিক্ষা দফতরের মতামত চেয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের (University) উপাচার্যরা। কারণ, রাজ্যের নয়া নিয়ম অনুযায়ী উচ্চশিক্ষা দফতরের মাধ্যমেই তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাবে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষামন্ত্রীর কানে গিয়েছে বলে খবর। যদিও সংবাদমাধ্যমে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেছেন, “আমরা এই বিষয় সম্পর্কে অবগত নই।“ সুতরাং উপাচার্যরা সিনিয়র অধ্যাপকদের নাম পাঠাবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।